নড়াইলের লোহাগড়ায় টয়লেটের হাউজ থেকে নারীর মৃতদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় টয়লেটের পেছনের হাউজ থেকে আম্বিয়া খাতুন (৫৭) নামে এক অবিবাহিত নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের মধ্যপাড়া থেকে ওই নারীর লাশ উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ। আম্বিয়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের হবিবর মোল্যার মেয়ে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে শুক্রবার দুপুরে দিকে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের রাজ্জাক মোল্যার বাড়িতে থাকা টয়েলেট এর হাউজে ওই নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে । এ সময় হত্যার কাজে ব্যাবহারিত রক্তমাখা লাঠি,টর্চ লাইট ও জুতা উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সুত্রে আরো জানা গেছে আম্বিয়া কিছুটা মানষিক ভারসাম্যহীন ছিল। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই গ্রামের রাজ্জাক মোল্যার ছেলে সাব্বির মোল্যাকে (৩২) আটক করেছে । এ ঘটনার দু’বছর পূর্বে সাব্বির মোল্যা তার আপন মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। দীর্ঘদিন জেল-হাজতে থাকার পর সম্প্রতি সাব্বির জামিনে মুক্ত পেয়ে বাড়ি ফিরে আসে। বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্যে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাব্বির মোল্যা নামে একজনকে আটক করা হয়েছে।