স্থানীয় সংবাদ

যোগিপোলে হাসানের গায়ে আগুন দেওয়ায় ৫জনকে আসামী করে মামলা : অজ্ঞাত আরো ৩-৪জন

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এস এম কামাল হোসেনের যোগিপোল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচনী অফিসের নৈশ প্রহরী হাসান ফরাজীর(৪৫)গায়ে অগ্নিসংযোগের ঘটনায় খানজাহান আলী থানায় মামলা হয়েছে(মামলা নং- ১,তাং-৫/১/২৪)। আহত হাসান ফরাজী বাদী হয়ে ৫ জনকে আসামী করে এবং অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের নামে মামলা দায়ের করেছে। মামালায় এজাহারভুক্তো আসামীদের পুলিশ গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।
পুলিশ ও মামলার হাসান ফরাজী জানিয়েছে, খুলনা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এস এম কামাল হোসেনের যোগিপোল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অস্থায়ী নির্বাচনী অফিসে নৈশ প্রহরীর দায়িত্বপালন করতো হাসান ফরাজী। প্রতিদিনের ন্যায় গত ৪ জানুয়ারী দিবাগত রাত ২টায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ডিউটি করার জন্য যোগিপোল মধ্যপাড়ার বাসা থেকে বের হলে কিছু দূর যাওয়ার পর এলাাকার চিহিৃত ৫জন ব্যক্তি(নাম উল্লেখ) এবং অজ্ঞাতনামা আরো ৩/৪ জন তাকে পেছন থেকে যাপটে ধরে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। এ সময় তার চিৎকারে পার্শবর্তিরা এগিয়ে আসলে আসামীরা দ্রুত পালিয়ে যায়। তাদের দেওয়া আগুনে শরীরের মাথায়, গলায় এবং হাতের কিছু অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আতাউর রহমান মোড়ল, ইমদাদ মোড়ল, ইনতাজ মোড়ল, টগর মোড়ল এবং পলাশ মোড়লকে আসামী করে খানজাহান আলী থানায় মামলা হয়েছে এমনটাই পুলিশ ও ভিকটিম সুত্রে জানাগেছে । এদিকে গতকাল শনিবার হাসান ফরাজীর ক্ষত স্থানের ড্রেসিং করে সকালে সাধারণ ওয়ার্ডের থেকে বার্ণ ইউনিটে প্রেরন করা হয়েছে । বর্তমানে তার অবস্থার আরো উন্নতি হয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত ডাক্তার। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অয়ন তীর্থ পাইক বলেন, যোগিপোলের হাসান ফরাজীর গায়ে আগুন দেওয়ার ঘটনায় ৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ৩/৪জনকে আসামী করে ভিকটিম হাসান ফরাজী বাদী হয়ে মামলা করেছে। মামলার এজাহার ভুক্ত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button