শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় জেলা আ’লীগ নেতৃবৃন্দের অভিনন্দন

স্টাফ রিপোর্টার ঃ বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি দেশরত্ম জননেত্রী শেখ হাসিনা বিশ্ব ইতিহাসে রেকর্ড গড়তে যাচ্ছেন। গতকাল অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগ। নির্বাচনে বিজয়ের রেকর্ড গড়ে পঞ্চম মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন দেশরতœ শেখ হাসিনা। এদিকে সব জল্পনা কল্পনা, সংশয় সন্দেহ, ভীতি আতঙ্কের অবসান ঘটিয়ে সারাদেশের ন্যায় খুলনাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বহুসংখ্যক বিদেশি পর্যবেক্ষক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেন। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে নির্বাচন বিরোধী প্রচারণা ও আতঙ্ক সৃষ্টির পরও ভোটাররা নির্বিঘেœ ভোট দিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন। পুরুষের পাশাপাশি মহিলা ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন পাশাপাশি খুলনা জেলা আওয়ামী লীগের ০১ নং সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র জনাব শেখ হেলাল উদ্দীন (বাগেরহাট ০১ থেকে নির্বাচিত) ও খুলনা জেলার ৬টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যথাক্রমে খুলনা-১ ননী গোপাল মন্ডল, খুলনা-২ বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৩ এস এম কামাল হোসেন, খুলনা-৪ আব্দুস সালাম মূর্শেদী, খুলনা-৫ নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা-৬ রশীদুজ্জামান মোড়ল সহ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সকল বিজয়ী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা-অভিনন্দন ও সম্মানিত ভোটারদের প্রতি ধন্যবাদ এবং মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীসহ জেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।