অটো রিকশা চুরি হওয়ায় আদালতে মামলা
স্টাফ রিপোর্টার ঃ নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকার গ্যারেজ থেকে অটো রিকশা চুরি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থাকার সন্দেহে তিন জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। আদালত আগামী ১১ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছে। মামলার বিবরণে ঘটনাস্থলকে পশ্চিম বানিয়াখামার মেইনরোডের সাদিক হোটেল ও তার পেছনের গ্যারেজকে উল্লেখ করা হয়েছে। দিনটি গেল বছরের ১৩ ডিসেম্বর আনুমানিক সকাল ৮টার দিকে। দীর্ঘদিনের পরিচয়ের সুত্র ধরে হোটেলের মালিক আরিফুর রহমান আকন্দ সোহাগ অটোচালক নজরুল ইসলাম হাওলাদারকে ব্যবসা প্রতিষ্টানের ক্যাশে বসতে দেয়। সুযোগ বুঝে সে ক্যাশ বাক্স থেকে চৌত্রিশ হাজার টাকা ও একটি অটো রিকশা নিয়ে পালিয়ে যায়। তার সহযোগি হিসেবে মোঃ রফিকুল ইসলাম ও মোফাজ্জেল হাওলাদারকে আসামি করা হয়। আসামিরা পাইকগাছা উপজেলার হানি গ্রামের বাসিন্দা। সোনাডাঙ্গা থানায় মামলা করতে গেলে অপারগতা প্রকাশ করে আদালতে মামলা করার জন্য বাদীকে পরামর্শ দেয়। হোটেল মালিক বাদী হয়ে মুখ্য মহানগর হাকিমের আমলী আদালত, সোনাডাঙ্গায় মামলা করে (নং৯৯৬/২৩)। আদালত সোনাডাঙ্গা থানাকে এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে।#