স্থানীয় সংবাদ

ভূমি ব্যবস্থাপনায় খুলনাকে রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে

ফুলতলায় গণ সংবর্ধনা অনুষ্ঠানে ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি

ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব-নিযুক্ত ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রী সভার মধ্যে ভূমি মন্ত্রণালয়কে আগামী দিনে স্বচ্ছ ও স্বয়ংসম্পূর্ণ মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলা হবে। একজন শিক্ষক ও রাজনীতিবিদ হিসেবে সমাজ পরিবর্তনের নেতৃত্বদানকালে আওয়ামীলীগ নেতা-কর্মীরা সকলে আমার সাথে থাকবেন। ভূমি ব্যবস্থাপনায় খুলনাকে রোল মডেল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা হবে। তিনি আরও বলেন, অতীতের মতো ফুলতলায় সন্ত্রাস, নাশকতা ও মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স এর আওতায় আনা হবে। ফুলতলা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব-নিযুক্ত ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপিকে গতকাল শুক্রবার বিকেল ৪ টায় বাজারের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত গণ সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বি.এম.এ সালাম এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বি.এল কলেজের সাবেক অধ্যক্ষ সরদার শফিউল্লাহ, থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু, সদস্য বিলকিস আক্তার ধারা, ফারজানা ফেরদৌস নিশা, ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ জোয়ার্দ্দার, নেতা খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, জামিরা ইউনিয়নের চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোঃ কামরুজ্জামান নান্নু, মোল্যা হেদায়েত হোসেন লিটু, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ প্রিন্স, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম কচি প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button