স্থানীয় সংবাদ

আমি সেবক হিসেবে আপনাদের সাথে থাকবো

কুয়েটে এস এম কামাল হোসেন এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এস এম কামাল হোসেন এর সাথে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি রবিবার দুপুর আড়াইটায় বিশ^বিদ্যালয়ের অডিটরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এস এম কামাল হোসেন। এস এম কামাল হোসেন বলেন, “আমি সেবক হিসেবে আপনাদের সাথে থাকবো। আমি চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা গড়তে চাই। মাদকে বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে সততার সাথে কাজ করবো। ” অনুষ্ঠানের সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, “আমরা বিশ^াস করি বর্তমান সংসদ সদস্যের হাত ধরে খুলনা-৩ আসনের চেহারা পাল্টে যাবে, এই অঞ্চল হবে বাংলাদেশের মডেল। বিশ^বিদ্যালয় পরিচালনায় কুয়েট পরিবারের কারো অসহযোগিতার বিষয়ে কোন ছাড় দেওয়া হবেনা। ”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন। জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোঃ আসলাম পারভেজ, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার।
এছাড়া, দুপুর ১২টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন। এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন, ছাত্রলীগের নেতা-কর্মী ও অন্যান্য শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button