বিনোদন
ছেলের শারীরিক অবস্থার খবর জানালেন পরীমণি
প্রবাহ বিনোদন: সম্প্রতি একটি ফেসবুক পোস্টে পরীমণি জানিয়েছিলেন, রাস্তার পাশের দোকানের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এর কারণ হিসেবে পরী জানান, পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে ৩ জানুয়ারি পিরোজপুরে গিয়েছিলেন তিনি। সেখান থেকে পরীমণি ১১ জানুয়ারি ঢাকায় ফেরেন। ফেরার আগে রাস্তার পাশের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন পরীমণি, তার সন্তানসহ পাঁচজন। এরপর সবাই হাসপাতালে ভর্তি হন। অভিনেত্রী জানিয়েছিলেন, সবাই সুস্থ হলেও তার দেড় বছর বয়সী ছেলে হাসপাতালে ভর্তি। দেশের হাসপাতালে টানা সাত দিন থাকার পর ছেলের উন্নত চিকিৎসার জন্য কলকাতার একটি হাসপাতালে গিয়েছেন পরী। এদিকে গতকাল মঙ্গলবার ফেসবুক পোস্টে পরীমণি জানিয়েছেন, পুণ্য এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন। ১৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত নতুন সিনেমা ‘কাগজের বউ’। এ সিনেমার পরিচালক চয়নিকা চৌধুরী।