স্থানীয় সংবাদ

মোংলা বন্দরে সিঙ্গাপুর থেকে আমদানী করা ৪৮৩টি রিকন্ডিশন গাড়ী খালাস

বাগেরহাট প্রতিনিধি ঃ সিঙ্গাপুর থেকে বিভিন্ন ব্র্যান্ডের জাপানী রিকন্ডিশন গাড়ী নিয়ে মোংলা বন্দরে নোঙ্গর করেছে বৃহত্তম মালশিয়া পতাকাবাহী“ বানিজ্যিক জাহাজ এমভি মালশিয়ান স্টার। বুধবার সকাল থেকে মোংলা বন্দরের ৭ নং জেটি থেকে ওই জাহাজের গাড়ী খালাসের কাজ শুরু হয়েছে। গত ১৬ জানুয়ারী সিঙ্গাপুর থেকে ৭৪২টি গাড়ী নিয়ে বাংলাদেশে আসে ওই জাহাজটি। গত ২১ জানুয়ারী চট্রগ্রাম বন্দরে ২৫৯ টি গাড়ী খালাস করে বাকী ৪৮৩টি গাড়ী খালাসের জন্য মঙ্গলবার দুপুরে মোংলা বন্দরে আসে। আমদানিকারী ব্যাবসায়ীরা বলছেন, অন্য বন্দরের তুলনায় সুযোগ সুবিধা বেশী হওয়ায় ব্যাবসায়ীরা মোংলা বন্দরে বেশী গাড়ী খালাস করছেন। এদিকে মোংলা বন্দর সুত্রে জানা গেছে, ব্যবসায়ীরা প্রথমে জাপানের নাগোয়া, ইউকোহামা ও ওসাকা বন্দর থেকে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ী কিনে সিঙ্গাপুরে মজুদ রাখে। বাংলাদেশী ব্যবসায়ীদের আমদানী করা এসব রিকন্ডিশন গাড়ী হতে ১৬ জানুয়ারী সিঙ্গাপুর থেকে জাহাজ বোঝাই করে বাংলাদেশের উদ্দোশ্যে ছেড়ে আসে। জাপান থেকে আমদানী করা এ সকল রিকন্ডিশন গাড়ী নিয়ে ২১ জানুয়ারী প্রথমে চট্রগ্রাম বন্দরে ২৫৯টি গাড়ী খালাস করা হয়। বাকি ৪৮৩টি মোংলা বন্দরের খালাসের জন্য ২২ জানয়ারী সকাল ১০টার দিকে চট্রগ্রাম বন্দর থেকে ছেড়ে আসে। জাহাজটি মঙ্গলবার (২৩ জানুয়ারী) বিকেলে বন্দরের ৭ নম্বর জেটিতে এসে নোঙ্গর করে। এখান থেকে খালাস কাজ শুরু করেছে পন্য খালাশকারী প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স লি: এর প্রতিনিধিরা। এখানে খালাসকৃত ৪৮৩টি গাড়ীর মধ্যে রয়েছে এঙ্গিও, প্রিমিও, এলিয়ন, অ্যাকোয়া, নোয়া, মিনিবাস ও এ্যাম্বুলেন্স সহ একাধিক ব্র্যান্ডের গাড়ী। এর আগে গত ২৫ ডিসেস্বর ৮০৩টি গাড়ী খালাস করে মোংলা বন্দর ত্যাগ করেছিল“এমভি মালেশিয়ান স্টার নামের এই জাহাজটি। পন্য খালাসকারী প্রতিষ্ঠানের সুপারভাইজার মোঃ রুহুল আমিন বলেন, মোংলা বন্দর জেটিতে এগুলো খালাস করতে ৮/৯ ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছেন জাহাজটির শিপিং এজেন্ট কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। খালাসকৃত গাড়ী বন্দর জেটির ইয়ার্ড ও সেডে সারীবদ্ধ করে রাখা হবে, পরে ঢাকার ব্যাবসায়ীরা তাদের শো-রুমে নিয়ে তা বিক্রি করবে বলেও জানান তিনি। মেসার্স ট্রাস্ট অটো কারে’র ব্যবস্থাপনা পরিচালক মো: সাইফুল ইসলাম সম্রাট বলেন, ঢাকার সাথে মোংলা বন্দরের দুরত্ব মাত্র ২০৮ কিলোমটিার। এছাড়া আগে মোংলা বন্দর থেকে ঢাকায় পৌছাতে বেশী সময় লাগতো, এখন সেখানে মাত্র সাড়ে ৩ ঘন্টায় ঢাকায় পৌছানো যায়। তাই ব্যবসায়ীরা এ বন্দরকে বেছে নিয়েছে। ২০০৯ সালের ৩ জুন থেকে অটোমোবাইল কোম্পানি প্রথম ২৫৫টি রিকন্ডিশন্ড গাড়ি আমদানির মধ্য দিয়ে মোংলা বন্দরে গাড়ি রাখার কার্যক্রম শুরু করে বলে বন্দর কর্তপক্ষ জানায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button