স্থানীয় সংবাদ

সুন্দরবনের অভয়ারন্যে মাছ ধরায় ৫ জেলে আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নীলকমল টহল ফাঁড়ির প্রবেশ নিষিদ্ধ পুটনিরদীপ এলাকায় মাছ ধরার অপরাধে ৫ জেলে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ১ টি ইঞ্জিন চালিত ছোট ট্রলার সহ অবৈধ ফাইবার জাল উদ্ধার করা হয়। আটক জেলেদেরকে গতকাল (২৬ জানুয়ারী) সকালে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। জানা গেছে গত বৃহস্পতিবার বিকাল ২ টার দিকে নীলকোমল বন্যপ্রাণী অভয়ারন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আবু সাঈদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদোয়ানী গ্রামের আল আমিন আকন, শংকর তালুকদার, উজ্জ্বল, অলক সরদার ও সুমন তালুকদার। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button