স্থানীয় সংবাদ

কলাপাড়ায় রেকর্ড তাপামাত্রা সর্বনিম্ন ৮.৭ ডিগ্রী সেলসিয়াস

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ঃ কলাপাড়ায় ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে প্রচন্ড রকমের তীব্র শীত, কাঁপছে সর্ব দক্ষিনের জনজীবন। রবিবার বেলা ১১টা পর্যন্ত কলাপাড়ায় সর্বনিম্ন ৮.৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। যা গত ৫ বছরের মধ্যে কলাপাড়ায় রবিবার সবচেয়ে বেশি শীত অনুভূত হয়েছে বলে দাবি স্থানীয় অধিবাসীদের। সরেজমিনে ঘুরে দেখা যায়, হাড় কাঁপানো ঠান্ডায় সবচেয়ে ভোগান্তিতে পড়েছে শ্রমজীবি মানুষজন। চরম দুর্ভোগে রয়েছে চরাঞ্চলের বাসিন্দারা। অনেকেই খড়কুটো জালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন। এদিকে ১০ ডিগ্রীর নিচে তাপমাত্রা নামার পরও খোলা রাখা হয়েছে সকল বিদ্যালয়। জেলার সকল হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডা জনিত শিশু, মহিলা ও বয়োবৃদ্ধ রোগীর সংখ্যা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button