ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক স্কুল নির্বাচন সম্পন্ন
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়া উপজেলার খণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পযন্ত ভোট অনুষ্ঠিত হয়। এতে মোট ৫৪৫ জন ভোটারের মধ্যে ভোট দেন ৪৪৫ জন।নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন ৬ জন। তাদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন আল আমিন (৩০৫) এবং দ্বিতীয় হয়েছেন ইব্রাহিম মোল্ল্যা (২৯৩), তৃতীয় হয়েছেন চঞ্চল আহম্মদ (২৮৪), চতুর্থ হয়েছেন আলোক কুমার হালদার (১৮৫)। নির্বাচনে প্রিজাইডিং অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান ফলাফল ঘোষণা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সাধন কুমার মুখার্জী, ডুমুরিয়া থানার এসআই স্বপন কুমার পাল, এএসআই মেহেদী হাসান প্রমুখ। নির্বাচনের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন স়ংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি স্বান্তনা রাহা, শিক্ষক প্রতিনিধি বিশ্বজিত সরদার, প্রদীপ সরকার ও সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি সামছুন নাহার। নির্বাচনে ৫টি ভোট বাতিল বলে ঘোষণা করা হয়।