জাতীয় সংবাদ

ভয়াবহ মাদক বুপ্রেনরফিনসহ গ্রেপ্তার ২

প্রবাহ রিপোর্ট : বিপুল পরিমাণ ভয়াবহ মাদক বুপ্রেনরফিনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এম জে সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর উত্তর যাত্রাবাড়ী সুতীখালপাড় এলাকায় অভিযান চালায়। অভিযানে আনুমানিক চার লাখ ৭০ হাজার টাকা দামের ৯৪০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতাররা হলো-মো. কবির (৫২) ও মো. ফরহাদ হোসেন (৩৬)। তারা বেশ কিছুদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে বুপ্রেনরফিন ইনজেকশনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এই বুপ্রেনরফিন ইনজেকশন সাধারণত রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক হিসেবে শরীরে ব্যবহার করা হয়। তবে বর্তমানে নির্দিষ্ট পরিমাণের চেয়ে অধিক পরিমাণ নেশাদ্রব্য উপাদান মিশিয়ে মাদক হিসেবে এটি বাজারে সরবরাহ করা হচ্ছে। বুপ্রেনরফিন ইনজেকশন সরাসরি ভেইনে নেওয়া হয়। এই ভয়াবহ বুপ্রেনরফিন ইনজেকশন নেওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর শরীরে নেশার প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে প্যাথেডিন এবং হেরোইন নিয়েও যাদের কাজ হয় না, তারা এই মাদক ব্যবহার করে বলে জানা যায়। গ্রেপ্তারদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button