স্থানীয় সংবাদ

সাংবাদিকরা হচ্ছে সামাজের দর্পণ

নাগরিক ভাবনা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে রায়হান ফরিদ

খবর বিজ্ঞপ্তি : সাংবাদিক হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ৪র্থ স্তম্ভ তাই একজন সাংবাদিকের একটি বস্তুনিষ্ঠ সঠিক সংবাদের মাধ্যমে দেশ তথা জাতির কল্যাণ হতে পারে। পাশাপাশি একটি মুখরোচক মনোকল্পিত ব্যক্তি আক্রোশের মিথ্যা ভিত্তিহীন সংবাদের কারণে কোনো ব্যক্তি বা রাষ্ট্র ও সমাজ গভীর নিকোষ আঁধারেও নিমজ্জিত হতে পারে ।
ফলে প্রতিটি সাংবাদিকদের জ্ঞানচক্ষু এমনভাবেই উন্মোচিত হওয়া উচিত যাতে করে তারা দেশ ও জাতির কাছে প্রশ্নবিদ্ধ ও সমালোচিত না হয়। সাংবাদিকতা হোক আগামী দিনের পথ চলার দর্পণ আপনারা আপনাদের লেখনীতে দেশ মানচিত্রের কথা তুলে ধরুন দেশের স্বাধীনতার ইতিহাস তুলে ধরুন গতকাল দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ এসব কথা বলেন।
মূলত সংবাদপত্র রাজনীতি গুনগত পরিবর্তন জনমত গঠন জন প্রত্যাশা মানুষের সুযোগ সুবিধা ও অসুবিধার মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করেছে বিধায় এর চাওয়া পাওয়ার প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সক্ষম হয়েছে নাগরিক ভাবনা।
এ সময় সম্মানিত অতিথিদের মধ্য আরো বক্তব্য রাখেন দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার উপদেষ্টা ও খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবার্ট নিক্সন ঘোষ, রূপসা মহাশ্মশান মন্দির কমিটির সাধারণ সম্পাদক, রতন কুমার দেবনাথ, দৈনিক নাগরিক ভাবনার খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান বিপ্লব সাহা,পলাশ কুমার রায়, নাজমুল হাসান সবুজ, নিত্যানন্দ মহালদার, দেবব্রত ম-ল প্রমুখ।
আলোচনা ও বক্তব্য শেষে দৈনিক জাতীয় নাগরিক ভাবনা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও উপস্থিতিদের মিষ্টি মুখ করানো হয়
পরে অনুষ্ঠানর আলোচনা ও কেক কাটা অনুষ্ঠান শেষ করে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয় জাতীয় দৈনিক নাগরিক ভাবনার খুলনা অফিসের পক্ষ থেকে রেলিটি শহরের কিছু স্থান প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button