স্থানীয় সংবাদ

সাতক্ষীরার সীমান্ত নদী থেকে বিএসএফ সদস্যের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতির চর থেকে ভারতীয় বিএসএফ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরার হাড়দ্দহা সীমান্তের ইছামতী নদীর বাংলাদেশ পারে বিএসএফ সদস্যের মরদেহ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। নিহত বিএসএফ সদস্যের নাম মোহাম্মাদ রিয়াজ উদ্দীন (৩০)। তিনি ভারতের ৮৫ বিএসএফ ব্যাটেীরয়নের আওতাধীন সোবাহাম বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিলেন। সাতক্ষীরার ১৭ নীলডুমুর বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন শাখরা বিওপির ইনচার্জ নায়েক সুবেদার আনিসুর রহমান জানান, ভারতীয় ৮৫ বিএসএফ ব্যাটেলিয়নের আওতাধীন সোবাহাম ক্যাম্পের চারজন বিএসএফ সদস্য বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে ইঞ্জিন চালিত বোটে করে বাংলাদেশ-ভারত সীমান্ত নদী ইছামতিতে টহলে বের হয়। এ সময় ঝড় ও বৃষ্টির কবলে পড়ে টহল বোটটি উল্টে যায়। টহলে থাকা অন্য তিন সদস্য সাঁতার কেটে কুলে উঠতে সক্ষম হলেও বিএসএফ সদস্য মোহাম্মদ রিয়াজ উদ্দিন সাঁতার না জানায় পানিতে ডুবে মারা যান। পরবর্তীতে ইছামতির বাংলাদেশ সীমান্তের পারে মরদেহ ভাসতে থাকে। পরে বিজিবি ও বিএসএফের যৌথ উদ্যোগে মরদেহ উদ্ধার করে বিএসএফ সদস্যদের কাছে ফেরত দেওয়া হয়। তবে, সাতক্ষীরা ১৭ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল সানবির হাসান মজুমদার জানান, রাতে ঝড়ের কবলে পড়ে টহল বোটটি ঢুবে যাওয়ার পর ওই বিএসএফ সদস্য নিখোঁজ হন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button