স্থানীয় সংবাদ

রূপসায় ভয়ভীতি প্রদর্শন ও হেনস্থার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ঃ খুলনার রুপসা উপজেলায় জাবুসায় সাংবাদিক পরিচয়দানকারী মো. রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও খবর প্রচারের মাধ্যমে ব্যবসায়ীদেরকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ১ মার্চ শুক্রবার সকালে রুপসার জাবুসা মোড়ে তারা এ কর্মসূচি পালন করেন। এলাকাবাসী জানান, রিয়াজ উদ্দিন সাংবাদিকতা পেশাকে পুঁজি করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদেরকে হয়রানি করছেন। এছাড়া আরো জানান, রিয়াজ উদ্দিনের এমন কর্মকা-ে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় তার বিরুদ্ধে মানববন্ধন করতে বাধ্য হয়েছেন তারা। অবিলম্বে রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেয়ার দাবি জানান মানববন্ধনে অংশ নেয়া সবাই। এ সময় নৈহাটি ইউপি’র ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবর আলী, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মিজানুর রহমান, হাসান শেখ, ফরিদ শেখ, আজমল শেখ, গফফার, সামাদসহ জাবুসা এলাকার শত শত নারী-পুরুষ উপস্থিত নেয়। নৈহাটি ইউপি’র ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবর আলী বলেন, আমি এলাকাবাসীর ভোটে বারবার নির্বাচিত মেম্বার। এলাকায় আমার যথেষ্ট সুনাম রয়েছে। মো. রিয়াজ উদ্দিন অনলাইন পোর্টালে ভিত্তিহীন সংবাদ প্রচার করে যাচ্ছে। শুধু আমি না আমার এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদেরকেও সে জিম্মি করে রেখেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button