স্থানীয় সংবাদ

নড়াইলে পুলিশ মেমোরিয়াল ডে পালন

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পুলিশ মেমোরিয়াল ডে-পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা পুলিশ, নড়াইল এর আয়োজনে আজ শনিবার বেলা ১১টায় পুলিশ লাইনস্ এ স্থাপিত পুলিশ মেমোরিয়াল মনুমেন্টে নিহত পুলিশ সদস্যদের স্বরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন জাতীয় সংসদের হুইপ নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ ও নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি প্রদানের আগে নিহত পুলিশ সদস্যদের উদ্দেশ্য পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।এখানে নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে পুলিশ লাইনস’র ড্রিলশেডে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান। এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, বিশেষ অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। জেলা পুলিশের পদস্থ কর্মকর্তা, সাংবাদিক, কর্তব্যরত অবস্থায় জেলার নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কর্তব্যরত অবস্থায় জেলার ২৪ জন নিহত পুলিশ সদস্যদের পরিবারকে উপহার প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button