স্থানীয় সংবাদ

আ’লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হলেন এমপি ইয়াকুব আলী

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী। এই নিয়ে তিনি টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য হলেন। মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ কমিটির সদস্য সংখ্যা ২১৫ জন। উক্ত কমিটিতে আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর অন্যতম সদস্য খন্দকার গোলাম মওলা নকশেবন্দীকে ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. সিরাজুল মোস্তফাকে সদস্য সচিব করা হয়েছে। এ বিষয়ে এমপি এস এম ইয়াকুব আলী বলেন, ধর্ম বিষয়ক উপ-কমিটিতে চতুর্থবারের মতো ঠাঁই পাওয়ায় নিজেকে ধন্য মনে করছি। আমার প্রিয় নেত্রী দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের সব নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আওয়ামী লীগের যে কোনো নির্দেশনা বাস্তবায়নে অতীতে যেভাবে মাঠে ছিলাম, ভবিষ্যতেও থাকবো, ইনশাল্লাহ। এদিকে, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এমপি এস এম ইয়াকুব আলীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button