স্থানীয় সংবাদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস

রূপসায় এমপি সালাম মূর্শেদী

রূপসা প্রতিনিধি ঃ খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম নিয়েছিলেন বলেই বাংলাদেশ নামক স্বাধীন ভূখ-ের জন্ম হয়েছিলো। বঙ্গবন্ধু বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস। রাজনীতিতে তিনি ছিলেন নীতি ও আদর্শের প্রতীক। বাংলাদেশকে জানতে হলে বাঙালির মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে, বঙ্গবন্ধুকে জানতে হবে। তিনি বলেন জাতির পিতার জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে এদেশের শিশুদের যথাযোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট জনগোষ্ঠী।ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেবে আজকের শিশুরাই। দলমত নির্বিশেষে সবাই মিলে একযোগে কাজ করে,শিশুদের মনে দেশপ্রেম জাগ্রত করতে হবে। তাই আজকের শিশুদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে বেশি করে জানাতে হবে। তার জীবনাদর্শ তাদের মধ্যে বেশী বেশী করে তুলে ধরতে হবে। তিনি গতকাল মঙ্গলবার সকালে রূপসা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ,ম আঃ সালামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ ফকির। রূপসা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল কুমার দাস ও ইমদাদুল ইসলামের যৌথ পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্যা,সৈয়দ মোর্শেদুল আলম বাবু,আওয়ামীলীগ নেতা মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব,দপ্তর সম্পাদক আকতার ফারুক,শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোঃ আলী জিন্নাহ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, আওয়ামীলীগ নেতা সরদার ফেরদৌস আহম্মেদ,শক্তিপদ বসু,আসাদ বাবু,শেখ জমির হোসেন,নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল,ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান,টিএসবি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক বিনয় কৃষ্ণ হালদার, শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক সরদার মিজানুর রহমান,রূপসা উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মোঃ মফিজুল ইসলাম,উপজেলা কৃষকলীগের সভাপতি আঃ মান্নান শেখ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি,সাধারন সম্পাদক রাজীব দাস টাল্টু,আওয়ামীলীগ নেতা মুনীর হোসেন মোল্যা,মঈন উদ্দীন শেখ,আসাদ শেখ,ফরিদ শেখ,মনিরুজ্জামান পিলু, সৈয়দ আওরঙ্গজেব স্বর্ন,আলমগীর হোসেন ঝডশ্রাবন,মামুন শেখ, হিরন আহম্মেদ হিরু, আমজাদ হোসেন, কামাল হোসেন লেলিন, আয়ূব আলী ফকির, হারুন মোল্যা, নাজির শেখ, ইন্তাজ মোল্যা, আজমল ফকির, আনিসুর রহমান মিঠু, স্বপ্না রানী পাল, ফরহাদ সরদার, যুবলীগ নেতা সরদার জসীম, সফিকুর রহমান ইমন, রবিউল ইসলাম, খায়রুজ্জামান সজল, কৃষকলীগ নেতা আজিজুল মোল্যা, ছাত্রলীগ নেতা আরিফুর রহমান কাজল, নাজমুল হুদা অঞ্জন প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button