স্থানীয় সংবাদ
খুলনা মহানগর বিএনপির ইফতার মাহফিল ২১ মার্চ

খবর বিজ্ঞপ্তি : গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার আদায়ের সংগ্রামে গুম-খুনের শিকার, কারা নির্যাতিত দলীয় নেতা-কর্মী এবং তাঁদের পরিবারের সম্মানার্থে ১০ রমযান ২১ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি খুলনা মহানগরীর উদ্যোগে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. আব্দুল মঈন খান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেও উপস্থিতি কামনা করেছেন মহানগর বিএনপির আহবায়ক এ্যাড, এস এম শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।