পথের বাজার চেকপোষ্টে কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার

আটরা গিলাতলা প্রতিনিধি ঃ ‘কোটি’ টাকা মূল্যের বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করেছে খানজাহান আলী থানা পুলিশ। খুলনা-যশোর মহাসড়কের খানজাহান আলী থানার পথের বাজার চেকপোস্টে নিয়মিত তল্লাশী চলাকালে যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করে পুলিশ। শনিবার রাত সোয়া ১১টায় তক্ষকটি উদ্ধার করলেও কাউকে আটক করা যায়নি। পুলিশ জানায়, মেহেরপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী বাসটি (ঢাকা মেট্রো ব – ১২০৫) পথের বাজার চেকপোস্টে এলে খানজাহান আলী থানা, পথের বাজার, পুলিশ ক্যাম্প, ইনচার্জ এস আই কামরুল হুদা নাইম, সঙ্গীয় অফিসারসহ তল্লাশি চালিয়ে বাসের বাঙ্কারের মধ্য থেকে একটি লাল প্লাস্টিকের বক্সে থাকা তক্ষকটি উদ্ধার করে। তক্ষকটির দৈর্ঘ্য আনুমানিক ১১ ইঞ্চি হবে। তার মূল্য হতে পারে এক কোটি টাকা। তবে প্রানীটি কে নিয়ে এসেছে সনাক্ত করা যায়নি। কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর ) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোল্লা জাহাঙ্গির হোসেন বলেন, তক্ষকটি বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।