যশোরে পুলিশ সদস্যের বাড়িতে চুরি : থানায় মামলা

যশোর ব্যুরো ঃ শহরের পুলিশ লাইন টালী খোলার এক পুলিশের বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা পুলিশ সদস্যর ভাড়া বাড়ির জানালার গ্রীল কেটে ও ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ ২লাখ ২৩ হাজার ৫শ’ টাকা দুই ভরি স্বর্ণালংকরসহ সাড়ে ৪ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় একদিন পর কোতয়ালি থানায় অজ্ঞাতনামা চোর বা চোরেরা উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলাটি করেন, খুলনা জেলার তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের বাসিন্দা বর্তমানে যশোর পুলিশ লাইন টালী খোলাস্থ জনৈক খলিলুর রহমানের নীচ ২য় নং ফ্লাট এর ভাড়াটিয়া মৃত খায়রুল আলমের ছেলে পুলিশ সদস্য ইমরান হোসেন।
মামলায় তিনি উল্লেখ করেন,বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যশোর জেলা রিজার্ভ অফিসে কর্মরত রয়েছেন। তিনি চাকুরীর সুবাদে যশোর বর্তমান ঠিকানা পুলিশ লাইনের উক্ত ভাড়া বাড়ির নীচ ২য় নং ফ্লাটে তার স্ত্রী মোছাঃ মোনালিসা হক কে নিয়ে ভাড়া থাকেন। বাদির স্ত্রী গত ২ দিন পূর্বে বেড়াতে যায়। বাদি গত ২ এপ্রিল সন্ধ্যা অনুমান ৭ টায় বর্তমান ভাড়া বাসায় ইফতারী শেষে বাসার মেইন গেট এর দরজা তালাবন্ধ করে সরকারী কাজে বাইরে যায়। ৩ এপ্রিল ভোর অনুমান সাড়ে ৫ টায় ডিউটি শেষে বাসায় ফিরে মেইন গেটের দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখেন বাসায় মালামাল এলোমেলো এবং ২য় রুমের প্রথম রুমে থাকা একটি জানালা যার গ্রীল কাটা/ ভাঙ্গা। সাথে সাথে পাশের রুমে যেয়ে দেখেন আলমারির দরজা খোলা এবং সকল মালামাল মেঝেতে ছড়ানো আলমারির ড্রয়ারে থাকা নগদ ২লাখ ১৬ হাজার টাকা,১টি মানিব্যাগ যার মধ্যে নগদ সাড়ে ৭ হাজার টাকা, স্ত্রীর ব্যবহৃত ২ভরি স্বর্ণালংকর মূল্য অনুমানক ২লাখ ৩০ হাজার টাকা নেই। সাথে সাথে ঘটনার বিষয় আশ পাশের ভাড়াটিয়াদের জানাই। ঘটনায় জড়িত চোর বা চোরদের খোজাখুজিসহ চুরি যাওয়া উল্লেখিত মালামাল সন্ধানের চেষ্টা করেন। পরে থানায় এসে মামলা করেন।