স্থানীয় সংবাদ

দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে পেশাজীবী সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকতে হবে

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সেখ জুয়েল এমপি

স্টাফ রিপোর্টার ঃ খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, সাংবাদিক জাতির বিবেক। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হয়ে সাংবাদিকরা দেশ ও জাতির স্বার্থে কাজ করে। রাষ্ট্র উপকৃত হয়। সে কারণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি। আর এই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন একমাত্র পেশাজীবী সাংবাদিকরাই করতে পারে। সুতরাং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সকল পেশাজীবী সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। যারা সরকারের কল্যাণ চায় না। খুলনা প্রেসক্লাব স্বাধীনতার স্বপক্ষের ঐতিহ্যবাহি একটি প্রেসক্লাব। এই প্রেসক্লাব ঘিরে খুলনা সাংবাদিক ইউনিয়ন, স্বাধীনতা সাংবাদিক পরিষদ, খুলনা টিভি রিপোর্টারর্স ইউনিটি, খুলনা ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনে পেশাজীবী সাংবাদিকরা কাজ করে। এখানে যাতে কোন অপেশাদার ব্যক্তি সাংবাদিক সেজে অনুপ্রবেশ করতে না পারে সে দিকে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি খুলনা প্রেসক্লাবের ঐতিহ্য ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ ও পেশাজীবী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময়ে সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও খুলনা টিভি রিপোর্টাস ইউনিটির আহবায়ক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা টিভি রিপোর্টাস ইউনিটির সদস্য সচিব মো. বাবুল আক্তার, খুলনা সাংবাদিক্ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান স¤্রাট, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো. হেদায়েত হোসেন মোল্লা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য কৌশিক দে বাপি, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুনীল দাস, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, দৈনিক দেশ সংযোগের নির্বাহী সম্পাদক আবু নুরাইন খোন্দকার, বৈশাখী টিভির ব্যুরো প্রধান শেখ হেদায়েত উল্লাহ, টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক হাসান আল মামুন, বাংলাদেশ সমাচারের খুলনা ব্যুরো প্রধান আমিরুল ইসলাম বাবু, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আব্দুল আজিজ, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার মো. রুহুল আমিন, মোহনা টেলিভিশনের ক্যামেরাপার্সন মাহফুজুর আলম সুমনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button