স্থানীয় সংবাদ

দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণে এমপি ইয়াকুব আলী

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার মণিরামপুরের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করেছেন যশোর-৫(মণিরামপুর)আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস.এম ইয়াকুব আলী। রোববার মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নে ও মণিরামপুর পৌরসভায় এক হাজার নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে তিনি শাড়ি, লুঙ্গি এবং নগদ অর্থ বিতরণ করেন। এসব উপহার বিরতণকালে এমপি ইয়াকুব আলী বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরের ন্যায় এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদ উপহার বিতরণ করেছি। বর্তমান সরকার জনবান্ধব সরকার। সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের কল্যাণে কাজ করছে সরকার। ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন এমপির পিতা বিশিষ্ট সমাজসেবক মো: জবেদ আলী সরদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জি এম মজিদ, সাবেক পৌরসভার কাউন্সিলর গৌর কুমার ঘোষ, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জোনাব আলী, আহাদ আলী, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, উপজেলা যুবলীগ নেতা সবুজ ঘোষ, ঝন্টু পাটোয়ারী, মিজানুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সদস্য শরিফুল ইসলাম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button