জাতীয় সংবাদ

ঢাকা-ব্যাংকক দ্বিপক্ষীয় ৫ নথিতে সই

প্রবাহ রিপোর্ট : ভিসা অব্যাহতি, জ্বালানি, পর্যটন, শুল্ক ও মুক্ত বাণিজ্য চুক্তিবিষয়ক পাঁচটি দ্বিপক্ষীয় নথিতে সই করেছে বাংলাদেশ ও থাইল্যান্ড। এর মধ্যে একটি চুক্তি, তিনটি সমঝোতা স্মারক ও একটি লেটার অব ইনটেন্ট (এলওআই)। গতকাল শুক্রবার থাই প্রধানমন্ত্রীর কার্যালয় গভর্নমেন্ট হাউসে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন এবং সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব দ্বিপক্ষীয় নথি সই হয়। নথিগুলোর মধ্যে রয়েছে- অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা ছাড়-সংক্রান্ত চুক্তি; জ্বালানি সহযোগিতা, শুল্ক বিষয়ে পারস্পরিক সহায়তা এবং পর্যটন ক্ষেত্রে সহযোগিতাবিষয়ক তিনটি সমঝোতা স্মারক। রয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বিষয়ক একটি লেটার অব ইনটেন্ট (এলওআই)। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক এবং দ্বিপক্ষীয় বৈঠক শেষে দ্বিপক্ষীয় এসব নথি সই হয়। এর আগে গভর্নমেন্ট হাউসে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন অভ্যর্থনা জানান। এরপর সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে থাই সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button