ডুমুরিয়ায় পাট চাষীদের কর্মশালা

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার ডুমুরিয়ায় পাট চাষীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টায় উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়। এ সময় শুভ উদ্বোধন ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেএ,র চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ আকন্দ। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বিজেআরআই,র সহকারী পরিচালক লিটন চন্দ্র রাহা, খুলনা পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম খান, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, সহকারী সচিব দেবাশীষ ভট্টাচার্য্য, প্রশিক্ষক বাসুদেব হালদার, বিজেআরআই কর্মকর্তা আবুল কালাম আজাদ, কর্মকর্তা বিনয় মন্ডল, মুজিবুর রহমান, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা নিলয় মল্লিক, কৃষক আবু হানিফ মোড়ল, মনিরুল ইসলাম মালী ও শিবাজী রায় প্রমুখ। এ সময় উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন, পাট চাষ ও পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয় নিয়ে আলোচনা করা হয়।