স্থানীয় সংবাদ
খুলনা বয়ে যাচ্ছে মৃদু তাপমাত্রা : আগামী সোমবার হতে বৃষ্টির সম্ভনা

স্টাফ রিপোর্টার : চলছে মৃদু তাপমাত্রা তবে আগামী সোমবার নাগাদ হতে পারে বৃষ্টি। খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ এমনটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপমাত্রা বয়ে যাচ্ছে। যা আগামী রবিবার পর্যন্ত থাকতে পারে। এরপর থেকে বৃষ্টি হলে কমবে তাপমাত্রা। গতকাল খুলনায় ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস, মোংলা ৩০ ডিগ্রিসহ পাশ^বর্তি জেলা যশোরে ছিল ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও চুয়াডাঙ্গা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আসন্ন ঘুর্ণিঝড় এখনও সৃষ্টি হয়নি। তবে আগামী বুধবার পর ঘূর্ণিঝড় সৃষ্টি হলেও বাংলাদেশের চট্রগ্রাম বা মায়ানমার উপর দিয়ে বয়ে যেতে পারে। এর মধ্যে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে।