নগরীতে গাঁজা মদ ও ইয়াবাসহ ১১ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর ৭নং কয়লার ডিপোর জব্বার হাওলাদারের ছেলে রানা হাওলাদার(২৫), মিয়াপাড়া নতুন রাস্তার কবির হোসেনের ছেলে মোঃ জাহিদুল ইসলাম ওরফে সাগর(২৬), শান্তিনগর বটিয়াঘাটার শহিদুল মোল্লার ছেলে মোঃ আরিফ ইসলাম(২০), পিপলস গেটের বাসিন্দা মৃত: বাহার উদ্দিনের ছেলে মোঃ সাগর(২২), পিপলস নিউ কলোনীর বাসিন্দা ফরিদ শেখের ছেলে মোঃ সম্রাট শেখ(২৩), খালিশপুর পিপলস গেটের বাসিন্দা নাজিমের ছেলে মোঃ লিমন শেখ(২০), গিলাতলা দক্ষিণপাড়ার হানিফ হোসেনের ছেলে মোঃ সাগর হোসেন(৩৫), গিলাতলা দক্ষিণপাড়ার জাবের আলীর ছেলে মোঃ ইয়াছিন আরাফাত(৩০), গিলাতলা দক্ষিণপাড়ার রবিউল ইসলামের ছেলে মোঃ সাইফুল ইসলাম(৩৬), গিলাতলা দক্ষিণপাড়ার আফজাল ইসলামের ছেলে মোঃ ফয়সাল ইসলাম(২৭), বয়রা বাজারের মৃত: লুৎফর পাইকারের ছেলে মিল্লাত পাইকার(৩৭)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৬৪০ গ্রাম গাঁজা, ২০ লিটার চোলাই মদ এবং ২৩ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।