স্থানীয় সংবাদ

কুয়েট কর্মচারী সমিতির উদ্যোগে সার্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবীতে মানববন্ধন

# আন্তঃবিশ^বিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহবানে #
# প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা #

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর্দে এই আইনের আওতামুক্ত রাখার দাবীতে কুয়েট কর্মচারী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল ১৯ মে, রবিবার বেলা ১২টায় বিশ^বিদ্যারয়ের দূর্বার বাংলার পদদেশে অনুষ্ঠিত মানববন্ধনে কুয়েটের সর্বস্তরের কর্মচারীগণ অংশগ্রহন করে।
বাংলাদেশ আন্তঃবিশ^বিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহবানে মানববন্ধনের সভাপতিত্ব করেন কুয়েট কর্মচারী সমিতির সভাপতি শেখ এরশাদ আলী এবং সঞ্চালনায় ছিলেন কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার। মানববন্ধনে নেতৃবৃন্দ সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর্দে এই আইনের আওতামুক্ত রাখার দাবী জানিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে । মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থানা ষড়যন্ত্রকারীরা দেশ এবং দেশের পাবলিক বিশ^বিদ্যালয় গুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে এই প্রজ্ঞাপন জারি করেছেন। এ সময় বক্তৃতা করেন কুয়েট কর্মচারী সমিতির সহ-সভাপতি মোঃ শাহরিয়ার খান, মোঃ আসাদুজ্জামান মোড়ল, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক মোঃ স¤্রাট কাজী, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোঃ শরিফুজ্জামান সুজন, সহ-প্রচার মোঃ আলামিন ফকির, দপ্তর সম্পাদক এস এম নুরুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক রুমা খাতুন, নির্বাহী সদস্য বেগ ফয়জুল্লাহ শিবলী, মিঠুন কুমার দাস, মোঃ জামাল হোসেন, মোঃ হাবিবুর রহমান, সাবেক সভাপতি মামুনুর রশিদ জুয়েল, সাবেক সভাপতি ইমদাদুল হক, ফেডারেশনের যুগ্ন সম্পাদক ইমরান আলী রনি, কুয়েটের মোঃ হাসানসহ কুয়েট কর্মচারীবৃন্দ। মানববন্ধনে কুয়েট কর্মচারী সমিতির সকল পর্যায়ের সদস্য উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button