আন্তর্জাতিক

রাশিয়া ও পূর্ব ইউক্রেনে কিয়েভের হামলায় নিহত ৩

প্রবাহ ডেস্ক : ইউক্রেনের বিমান হামলায় রাশিয়ার সীমান্ত অঞ্চল বেলগোরোডে একজন এবং পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে আরো দুজন নিহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বেলগোরোডের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রামে একটি পোস্টে বলেছেন, একটি কামিকাজে ড্রোন একটি চলন্ত গাড়িতে হামলা করেছে। গাড়িটিতে একজন চালক ও তিনজন যাত্রী ছিল। বিস্ফোরণে আহত হয়ে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। গাড়িতে থাকা অন্য তিনজন আহত হয়েছে। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে ওকটিয়াব্রস্কি গ্রামের একটি চেকপয়েন্টের কাছে এই হামলা হয়। অন্যদিকে দোনেৎস্ক শহরে ইউক্রেনের গোলাবর্ষণে একজন ব্যক্তি নিহত হয়েছেন বলে মস্কো নিযুক্ত মেয়র আলেক্সি কুলেমজিন টেলিগ্রামে জানিয়েছেন। কুলেমজিন বলেন, ‘আবাসিক ভবন, একটি শপিং সেন্টার এবং অবকাঠামোগত স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। জানালা উড়ে গেছে। ভবনের দেয়াল ও ছাঁদ এবং একটি গ্যাসের পাইপে আঘাত লেগেছে।’ এ ছাড়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত অঙ্গে আরেকজন নিহত হয়েছে। ক্রেমলিন দাবি করে, তারা জাপোরিঝিয়াকে রাশিয়ার সঙ্গে দোনেৎস্ক ও ইউক্রেনের অন্য তিনটি অঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে। কর্মকর্তা ইয়েভজেনি বালিটস্কি যুদ্ধক্ষেত্রের কাছে ভ্যাসিলিভকা গ্রামে হামলার জন্য ইউক্রেনীয় বাহিনীকে দায়ী করেছেন। তিনি গ্রামের ছবি পোস্ট করেছেন, যেখানে একটি ক্ষতিগ্রস্ত ছাদসহ একটি একতলা বাড়ি দেখা যাচ্ছে। এএফপি বলছে, ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চল থেকে সীমান্তের ওপারে অবস্থিত বেলগোরোড অঞ্চলে রুশ সেনারা একটি বড় স্থল হামলা শুরু করেছে। অঞ্চলটি সংঘর্ষের পুরো সময় ঘন ঘন আক্রমণের শিকার হয়েছে। অন্যদিকে দোনেৎস্ক শহর ২০১৪ সাল থেকে তীব্র লড়াই ও গোলাবর্ষণ দেখেছে। সেই সময় মস্কো সমর্থিত বাহিনী কিয়েভ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য পূর্ব ইউক্রেনে গৃহযুদ্ধ শুরু করেছিল। জায়গাটি এমন একটি অঞ্চলের যুদ্ধক্ষেত্রের কাছাকাছি রয়েছে, যেটিকে রাশিয়া সংযুক্ত করার দাবি করেছে। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, তার বাহিনী দুই সপ্তাহ আগে খারকিভ অঞ্চলে একটি বাফার জোন তৈরি করতে নতুন এ আক্রমণ শুরু করেছে, যা ইউক্রেনের আক্রমণ থেকে রাশিয়ার সীমান্ত গ্রামগুলোকে রক্ষা করবে। এদিকে মস্কো দাবি করেছে, নতুন হামলার ফলে এক ডজন ইউক্রেনীয় গ্রাম দখল করেছে তারা এবং ১৮ মাসে তারা সবচেয়ে উল্লেখযোগ্য ভূমি দখল করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button