আন্তর্জাতিক
ইউক্রেনের জ¦ালানি স্থাপনায় রুশ হামলা, বিদ্যুৎবিচ্ছিন্ন ৫ লাখ গ্রাহক

প্রবাহ ডেস্ক : ইউক্রেনের জ¦ালানি স্থাপনায় আবারও হামলা করেছে রাশিয়া। গত মঙ্গলবার রাতভর সুমি অঞ্চলের জ¦ালানি স্থাপনায় এই হামলা চালিয়েছে দেশটি। এতে ৫ লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে দেশটির জ¦ালানি মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। গতকাল বুধবার সকালের মধ্যেই বেশিরভাগ স্থানে বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়েছে বলে জানিয়েছে জ¦ালানি মন্ত্রণালয়। এ হামলার কারণে চের্নিহিভ এবং খারকিভ অঞ্চলেও বিদ্যুৎ সরবরাহ প্রভাবিত হয়েছিল। সেখানেও তা পুনরুদ্ধার করা হয়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ব্যবহৃত সাতটি রুশ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের বিমান বাহিনী।



