আন্তর্জাতিক

রিমালের শঙ্কায় বন্ধ কলকাতা বিমানবন্দর, বাতিল প্রায় ৩৯৪ ফ্লাইট

প্রবাহ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়েছে। এটি আরো শক্তি বৃদ্ধি করে গতকাল রোববার সকালেই পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে। গতকাল রোববার মধ্যরাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে আঘাত হানতে শুরু করতে পারে রিমাল। এমন অবস্থায় ঘূর্ণিঝড় রিমালের কারণে কলকাতা বিমানবন্দরে ২১ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বাতিল হয়েছে প্রায় ৪০০ ফ্লাইট। এর মধ্যে বহু আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ঘূর্ণিঝড় ‘রিমাল’-এর কারণে ব্যাপক সতর্কতার অংশ হিসেবে গতকাল রোববার দুপুর থেকে ফ্লাইট অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এই ফ্লাইট অপারেশন বন্ধের কারণে ৩৯৪টি ফ্লাইট বাতিল হবে। এর মধ্যে ২৮টি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে। সব মিলিয়ে ফ্লাইট ওঠা-নামা বন্ধের কারণে ৬৩ হাজার যাত্রীর চলাচল প্রভাবিত হবে। প্রতিবেদন অনুসারে, সম্প্রতি সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইট যে পরিস্থিতিতে পড়েছিল, সেটি এড়াতেই ফ্লাইট অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মাঝ-আকাশে তীব্র ঝাঁকুনির কবলে পড়া সিঙ্গাপুর এয়ারলাইনসের লন্ডন থেকে সিঙ্গাপুরগামী ওই ফ্লাইটের অন্তত এক যাত্রী নিহত ও আরো ৩০ জনের বেশি আহত হয়েছিলেন। কলকাতা বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেন, ফ্লাইট বাতিল হওয়ায় এয়ারলাইনগুলো ক্ষতিগ্রস্ত যাত্রীদের অর্থ ফেরত দেবে। তবে যদি কোনো যাত্রী এই অবস্থায় ভ্রমণের ওপর জোর দেন, তবে এয়ারলাইনগুলো পরবর্তী ফ্লাইটগুলোতে তাদের জায়গা দেওয়ার চেষ্টা করবে। এর আগে বঙ্গোপসাগরের ওপর থাকা গভীর নিম্নচাপটি শনিবার রাতে শক্তি বৃদ্ধি করে পরিণত হয় ঘূর্ণিঝড়ে। ক্রমে এটি আরো শক্তি বৃদ্ধি করতে চলেছে এবং গতকাল রোববার সকালে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে। এরপর গতকাল রোববার রাতে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝে স্থলভাগে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button