অনাহারে মৃত্যুঝুঁকিতে গাজার ৩৫ হাজার শিশু

প্রবাহ ডেস্ক : ইসরায়েলের ধ্বংসাত্মক হামলার মধ্যেই গাজায় জন্ম ফায়েজ আবু আতায়ার। সে বোঝে না যুদ্ধ বা হানাহানি কী জিনিস। কিন্তু গাজার নির্মম বাস্তবতা থেকে রেহাই পায়নি ফায়েজ। সাত মাস বয়সেই তীব্র অপুষ্টির কারণে গত সপ্তাহে মারা গেছে সে। ইসরায়েলের হামলা আর ত্রাণসংকটের কারণে গাজায় তীব্র খাদ্যাভাব দেখা দিয়েছে। খাবার না পেয়ে অনেক শিশুই তীব্র অপুষ্টিতে ভুগছে। সোমবার গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, পাঁচ বছরের কম বয়সী ৩৫ হাজারের বেশি শিশু খাবার, পুষ্টিকর পরিপূরক উপাদান ও টিকা সংকটের কারণে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। গণমাধ্যম কার্যালয় জানায়, এই শিশুরা তীব্র মাত্রায় পুষ্টিহীনতায় ভুগছে। এদের স্বাস্থ্যের চরম অবনতি ঘটছে এবং এরা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে। সেইভ দ্য চিলড্রেনের এক কর্মকর্তা জানান, ত্রাণ সংস্থাগুলো গাজার পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা করছে। সেখানে অত্যধিক শোচনীয় পর্যায়ের অপুষ্টি, বিশেষ করে শিশুদের অপুষ্টিতে ভুগতে দেখা যাচ্ছে। আর দুর্দশা পরিস্থিতি পুরোটাই মানুষের সৃষ্টি।



