যশোরের চৌগাছায় অজ্ঞান পার্টির কবলে পড়ে সবজি বিক্রেতার মৃত্যু
যশোর ব্যুরো ঃ যশোরের চৌগাছায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শামসুল হক নামে এক সবজি বিক্রেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১০ জুন সোমবার দুপুরে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শামসুল হক(৫৫), ঝিনাইদহের মহেশপুর উপজেলার মকজধরপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, ৯ জুন রোববার বিকেলে শামসুল হক নিজ বাড়ি থেকে সবজি নিয়ে যশোরে যান। সবজি বিক্রি শেষে যশোর পালবাড়ী মোড় থেকে লোকাল বাসে ওঠেন। চৌগাছা পুড়াপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে সকল যাত্রী সেখানে নেমে যায়। পরবর্তীতে বাসের হেলপার শামসুল হককে অচেতন অবস্থায় দেখতে পায় এবং তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেণক্স এ ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১০ জুন দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।