স্থানীয় সংবাদ
নগরীতে ইয়াবা গাঁজা মদসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর মিস্ত্রিপাড়া খালপাড়ের সরোয়ার বিশ্বাসের ছেলে বেল্লাল হোসেন(২১), গাজী বাড়ি কয়রার হাফিজুর রহমানের ছেলে সোহানুর রহমান সোহান(২২), রাজবাঁধের সুদর্শন মল্লিকের ছেলে আকাশ মল্লিক(২৩), হাউজিং আর-৬৭ লাইন খালিশপুরের মইনুল খন্দকারের ছেলে মোঃ অনিম(২০), মাদারতলা কচুয়ার বজলুর রহমান শেখের ছেলে শিবলী নোমান(৩৬)। এদেরকে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫০ গ্রাম গাঁজা এবং ১০ লিটার চোলাই মদ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।