দৌলতপুর মেট্রোপলিটন কৃষি অফিসের মাঠ দিবস ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার ঃ মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় সম্প্রসারণ অধিদপ্তর খুলনা খামারবাড়ির আয়োজনে বুধবার বেলা ১২টায় দৌলতপুর মেট্রোপলিটন কৃষি অফিস অডিটরিয়ামে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা খামারবাড়ির উপ – পরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত উপপরিচালক সম্প্রসারণ অধিদপ্তর খুলনা কৃষিবিদ এস এম মিজান মাহমুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা খামারবাড়ির জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ পরিচালক মোঃ আব্দুস সামাদ, দৌলতপুর খুলনা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক সঞ্জয় কুমার দাস। সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর মেট্রোপলিটন কৃষি অফিসার কৃষিবিদ শামীম আরা নিপা। এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ ফরহা দিবা শামস্, কৃষিবিদ শারমিনা শামীম, কৃষিবিদ মেহেদী হাসান, হিরন্ময় কুন্ডু, মারিয়া হক মিতুল,রুবেল হোসেনসহ বিভিন্ন ৩ তারকা হোটেলের প্রতিনিধিগন,হোটেল ও রেস্টুরেন্টের মালিকগন, দৌলতপুর শশি ভূষন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষকা ও শিক্ষার্থীবৃন্দ, অত্র দপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, কৃষক ও কৃষাণী গন, উদ্যোক্তাগন। সঞ্চালনায় ছিলেন কৃষিবিদ এস এম ফেরদৌস। কোরআন তেলাওয়াত করেন উপসহকারী কৃষি অফিসার আব্দুল কাদের মোল্লা। গীতা পাঠ করেন ফাল্গুনী রায়।