বিআইএফপিসিএল’র যোগাযোগ দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী প্রাইভেট লিমিটেড (বিআইএফপিসিএল) কর্তৃক যোগাযোগ দক্ষতা উন্নয়ন এক কর্মশালা অনুষ্ঠিত হয়। রামপাল পাওয়ার প্লান্টের সম্মেলন কক্ষে বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থাপিত প্রবন্ধে কর্মক্ষেত্রে দাপ্তরিক কর্মকান্ড সুচারু ভাবে পরিচালনার ক্ষেত্রে কার্যকর ও ফলপ্রসু করে তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন কৌশলগত দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় যোগাযোগের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে দাপ্তরিক কার্য সম্পাদনে তাত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
সকাল ৯টায় কর্মশালার উদ্বোধন করেন রামপাল পাওয়ার প্লান্টের প্রকল্প পরিচালম শান্তনু কুমার মিশ্র। মুলপ্রবন্ধ উপস্থাপন করেন এনটিপিসি স্কুল অব বিজনেস এর পরিচালক ড. রাজেশ^রী নরেন্দ্রন। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন মহাব্যবস্থাপনক (জনসংযোগ) আনোয়ারুল আজিম। জেনারেল ম্যানেজার মঙ্গলা হারিন্দ্রার সার্বিক তত্বাধানে কর্মশালায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জি এম তরিকুল ইসলাম সহ ঢাকা ও রামপাল প্রকল্প এলাকার ৫০ জন পদস্থ কর্মকর্তা অংশ নেন।
কর্মশালায় প্রকল্প পরিচালক শান্তনু কুমার মিশ্র বলেন, বিআইএফপিসিএল’র এই ধরনের কর্মশালা দক্ষতা উন্নয়নে ভুমিকা রাখবে। ভবিষতে এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলেনও মন্তব্য করেন প্রকল্প পরিচালক।