স্থানীয় সংবাদ

রূপসার আনন্দ নগরের বদর উদ্দিন সড়ক সংস্কারের দাবি

মহিলাদল-ছাত্রলীগের দু’ তরুণ নেতার সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : খুলনার রূপসা উপজেলার আনন্দ নগর গ্রামের বদর উদ্দিন সড়ক সস্কারের জন্য মহিলাদল ও ছাত্রলীগের দুই তরুণ নেতা একযোগে দাবি জানিয়েছেন। তারা হলেন জাতীয়তাবাদী মহিলা দলের রূপসা উপজেলার সাধারণ সম্পাদক শারমিন আক্তার আঁখি ও খুলনা মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইবনুল হাসান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের খুলনা অফিসে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, আনন্দনগর গ্রামের বদর উদ্দিন সড়ক একটি আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থান। এই সড়কের আশে পাশে অনেক বাড়ি ঘর ও বাজার থাকায় এই স্থানটি খুবই গুরুত্বপূর্ণ। সড়কটি স্থায়ীভাবে ইটের সলিং দ্বারা সংস্কার না হওয়ার ফলে স্থানীয় জনসাধারণ ও এই সড়ক ব্যবহারকারিরা নিদারুন কষ্ট ভোগ করছে।
সংবাদ সম্মেলনের আয়োজক এই দুই তরুন রাজনীতিবিদ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ইয়ং লিডার ফেলোশিপ প্রোগ্রামের ২৪ ব্যাচের ফেলো। ইউএসএআইডি’র অর্থায়নে আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন যাবত ‘স্ট্রেনদেনিং পলেটিক্যাল ল্যান্ড স্কেপ ইন বাংলাদেশ’ নামক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। ফেলোশিপের অংশ হিসেবে বহুদলীয় উদ্যোগে অ্যাডভোকেসি কার্যক্রমের অংশ হিসেবে তারা জেলার সড়ক সংস্কার বিষয়ে উদ্যোগের উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সংবাদ সম্মেলনের আগে তারা পরিকল্পিত সড়ক সংস্কার বাস্তবায়নে জনগণকে সচেতনতার পাশাপাশি গণস্বাক্ষর গ্রহণ কার্যক্রম পরিচালনা করেন। সেই সাথে গত ২০ জুন স্থানীয় ঘাটভোগ ইউনিয়নের চেয়ারম্যান বরাবর বদর উদ্দিন সড়কের সংস্কার ও তা স্থায়ীভাবে সমাধানের দাবীতে স্মারকলিপি প্রদান করেন। সংবাদ সম্মেলনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান, রিজিওনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ ইয়াসিন আরাফাত ও ইলেকটোরাল প্রোগ্রাম এসিস্ট্যান্ট সিলমী সাদিয়াসহ সাংবাদিক, রাজনীতিবিদ এবং অন্যান্য পেশার সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button