কথিত ২৯ জুনের নির্বাচন বর্জন : ভোট না দেয়ার আহবান
কেইউজে’র বিবৃতি
খবর বিজ্ঞপ্তি ঃ ঐতিহ্যবাহী খুলনা সাংবাদিক ইউনিয়নকে যারা বিভক্ত করার জন্য ২৯ জুন বেআইনি, একতরফা ও প্রহসনমূলক কথিত নির্বাচন আয়োজন করেছেন তা দেখে আমরা হতবাক হয়েছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা সকল বৈধ সদস্যদের ভোটাধিকার হরণ করেন তাদের পাতানো অবৈধ নির্বাচনে ভোটাররা ভোট দিতে যেতে পারেন না। আমরা এই নির্বাচন থেকে সরে এসেছি এবং বর্জন করেছি অতএব, ভুলেও কেউ আমাদের ভোট দিবেন না। উল্লেখ্য, ২৯ জুনের কথিত নির্বাচনের আহবায়ক কমিটি গঠন বেআইনী তাদের কর্তৃক গঠিত কথিত নির্বাচন কমিটিও বেআইনি এবং সেইসব কমিটির সকল কার্যক্রমও বেআইনি। অন্যদিকে, শেখ আবু হাসানের নেতৃত্বে গঠিত আহবায়ক কমিটি ঘোষিত নির্বাচন কমিটির ২২ জুনের নির্বাচনে আমরা অংশগ্রহণ করি এবং নিয়মনীতি মেনে আমরা নির্বাচিত হই। আজ ২৯ জুনের প্রহসনের এই নির্বাচনে সম্পৃক্ত হয়ে নিজেকে বিতর্কিত না করার জন্য বিবেকবান সাধারণ সদস্যদের প্রতি অনুরোধ জানাচ্ছি। একইসাথে আমরা কেইউজের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ ২৯ জুনের অবৈধ ও প্রহসনের কথিত নির্বাচন বর্জন করার জন্য সাধারণ সদস্যদের প্রতি আবারো আহবান জানাচ্ছি। যারা লোক দেখানো এই প্রহসনের নির্বাচনের মাধ্যমে কেইউজে-কে দ্বিধাবিভক্ত ও বিতর্কিত করতে চায় তাদের শুভ বুদ্ধির উদয় হবে। বিবৃতিদাতারা হলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, সদ্য বিদায়ী সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজসহ বর্তমান কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ইতোমধ্যে সম্পূর্ণ বৈধ এবং নিয়মতান্ত্রিকভাবে সাংগঠনিক পদ্ধতি অনুসরণ করে কেইউজে’র একটি নির্বাচন ২২ জুন সম্পন্ন হয়েছে এবং সেই নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় একটি কমিটি গঠিত হয়েছে তারা সবাইকে নিয়ে সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছেন। তারপরও কোন পক্ষের কোন সমস্যা দেখা দিলে আলোচনার মাধ্যমে সাংগঠনিক পদ্ধতি অনুসরণ করে সকল সমস্যার সমাধান করা যাবে। নেতৃবৃন্দ বলেন, আসুন সবাই মিলেমিশে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে কেইউজে’কে এগিয়ে নিয়ে আমাদের রুটি-রুজির অধিকার ও পেশাগত ঐতিহ্য বজায় রাখি।