কুয়েটের হেলাল ফকিরের ট্রিপল জাম্পে স্বর্ণ এবং লং জাম্পে রৌপ্যপদক অর্জন
# সার্কভূক্ত সাতটি দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক উন্মুক্ত এ্যাথলেটিকস #
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তরের উপ পরিচালক মোঃ হেলাল ফকির আন্তর্জাতিক উন্মুক্ত এ্যাথলেটিকস প্রতিযোগিতায় দুটি ইভেন্ট অংশগ্রহণ করে ট্রিপল জাম্পে স্বর্ণ এবং লং জাম্পে রৌপ্যপদক অর্জন করেছে। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক উন্মুক্ত এ্যাথলেটিকস প্রতিযোগিতায়-২০২৪ এ অংশগ্রহণ করে তিনি এ কৃতিত্ব অর্জন করে দেশ এবং কুয়েটের ভাবমূর্তি উজ্জ্বল করেন। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তিন দিনব্যাপী আন্তর্জাতিক উম্মুক্ত এ্যাথলেটিকস প্রতিযোগিতা -২০২৪ গত ২৯ জুন সমাপ্তি হয়েছে। ২৭ জুন থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা,ভুটান ও মালদ্বীপসহ মোট সাতটি দেশ ও ২৮ টি সংস্থার ৪ শতাধিকের উপরে দেশি-বিদেশী অ্যাথলেট প্রতিযোগি অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী প্রতিযোগিতার মোট ২০৪টি ইভেন্টের মধ্যে বাংলাদেশ কাস্টমস ৭৮টি স্বর্ণ, ৫২টি রৌপ্য ও ৩০টি বোঞ্জসহ মোট ১৬০টি পদক পেয়ে পদক তালিকার শীর্ষ স্থান অর্জন করেছে। এর মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তরের উপ পরিচালক মোঃ হেলাল ফকির দুটি ইভেন্ট অংশগ্রহণ করেন ট্রিপল জাম্পে স্বর্ণপদক এবং লং জাম্পে রৌপ্যপদক অর্জন করে। প্রতিযোগিতায় ভারতের মাস্টার্স গেমস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল ৫২টি স্বর্ণ, ৪৭টি রৌপ্য ও ২৭টি বোঞ্জসহ মোট ১২৬টি পদক পেয়ে ২য় স্থান এবং শ্রীলংকার মাস্টার্স অ্যাথলেটিকস ২০টি স্বর্ণ, ০৯টি রৌপ্যসহ মোট ২৯টি পদক নিয়ে ৩য় স্থান অর্জন করেছে।
উল্লেখ্য এর আগে কুয়েটের পরিচালক(ছাত্রকল্যাণ) দপ্তরের উপ পরিচালক মোঃ হেলাল ফকির থাইল্যান্ডে অনুষ্ঠিত ৪র্থ আন্তর্জাতিক ওপেন মাস্টার গেমসে অংশ নিয়ে হাই জাম্পে দেশের জন্য স্বর্ণপদক এবং ট্রিপল জাম্পে রৌপ্যপদক অর্জন করেন।
ভবিষ্যতে তিনি তার পারফেমেন্স ধরে রাখতে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছে।