স্থানীয় সংবাদ

বাগেরহাটের রামপালে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের রামপাল উপজেলায় খোলা মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রান গেল ইকলাস শেখ (৫৫) নামের একজন শ্রমিকের। নিহত ইকলাস শেখ উপজেলার বাইনতলা ইউনিয়নের শোলাকুড়া গ্রামের মৃত শেখ আবুল হাশেমের ছেলে। রবিবার দুপুরে বাঁশতলী ইউনিয়নের সুন্দরপুর এলাকায় বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, ইকলাস শেখ ওই মাঠে ঘাস কাটতে গিয়েছিল। বৃষ্টিপাত শুরু হলে সে পাশের একটি মৎস্য ঘেরের বাসায় আশ্রয় নেয়। কিছুক্ষণ পরে বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গিলাতলা বাজারে অবস্থিত বেসরকারি মা ক্লিনিকে নিয়ে আসেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ বলেন, বজ্রপাতে নিহত ইকলাস শেখের ২ ছেলে-মেয়ে রয়েছে। রবিবার বিকেলেই তার দাফন সম্পন্ন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button