স্থানীয় সংবাদ
নগরীতে গাঁজা ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলোÍনগরীর সোনাডাঙ্গা আবাসিকের ওয়ারেছ আলী খাঁনের ছেলে রনি খাঁন(২০), মুজগুন্নী শেখপাড়ার নাসির শেখের ছেলে নিরব(৩০), ওয়েষ্ট লেন টুটপাড়া সার্কুলার রোডের শাহিনের ছেলে আলামীন হাসান সাইফি(১৯)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ২১০ গ্রাম গাঁজা এবং ২৫ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।