স্থানীয় সংবাদ

প্রতিটি সেক্টরেই লেগেছে উন্নয়নের ছোঁয়া ও খুলে গেছে অযুত সম্ভাবনার দ্বার

# রূপসায় এমপি সালাম মুর্শেদী #

রূপসা প্রতিনিধি : খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিটি সেক্টরেই লেগেছে উন্নয়নের ছোঁয়া ও খুলে গেছে অযুত সম্ভাবনার দ্বার। শিক্ষা, স্বাস্থ্য, নারীর অবস্থা, দারিদ্র্য দূরীকরণ ইত্যাদি সামাজিক খাতে গত কয়েক দশকে বাংলাদেশ অনেক এগিয়েছে।স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গ্রামের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৮ হাজার ৫০০ কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। হাসপাতাল থেকে ৩০ প্রকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। স্বাধীনতার ৫৩ বছরে দেশের স্বাস্থ্যসেবাখাত বিশ্বব্যাপী প্রশংসনীয় সফলতা অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় অপেক্ষাকৃত কম খরচে মৌলিক চিকিৎসা চাহিদা পূরণ হচ্ছে। রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরো বাড়াতে হবে। কোন মানুষ যাতে চিকিৎসা সেবা পেতে কষ্ট না পায় সেদিকে আরো নজর দিতে হবে। স্বাস্থ্য খাতে কোন অনিয়ম হলে মেনে নেয়া হবে না।
বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে এ দেশে সন্ত্রাসবাদ,জঙ্গীবাদ এবং মাদক ব্যবসায়ীর ঠাঁই নাই। বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখতে হবে সকলকে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকার এগুলো নির্মূলের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে । তিনি বলেন দেশকে পৃথিবীর বুকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে শেখ হাসিনার সরকারের বিকল্প নাই । দেশের এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে উপজেলা প্রশাসনের প্রতিটি দপ্তরের কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং জবাবদিহিতা থাকতে হবে। প্রতিটি অফিসের সামনে জনগণের সন্তুষ্টি অর্জনের জন্য বা তার জন্য কোন মন্তব্য থাকে তা প্রকাশ করার জন্য বক্স রাখতে হবে। তিনি গতকাল বুধবার সকালে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী রূপসা উপজেলা পরিষদের প্রথম সভায় জুম কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান। রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ যোবায়ের,মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন সুলতানা রুনা,সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী,রূপসা থানা অফিসার ইনচার্জ এনামুল হক । বক্তৃতা করেন মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ , সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন,উপজেলা প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান,শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম এম এ হালিম, হিসাব রক্ষন কর্মকর্তা মদন কুমার দাস,জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল,আইচগাতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল , শ্রীফলতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, নৈহাটি ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, টি, এস বি ইউপি চেয়ারম্যান মো; জাহাঙ্গীর শেখ , ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান , আওয়ামীলীগ নেতা সরদার আবুল কাশেম ডাবলু, মোর্শেদুল আলম বাবু,মোতালেব হোসেন, আকতার ফারুক,গাজী মোঃ আলী জিন্নাহ,গোপাল মন্ডল চন্দ্র মন্ডল, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস, এম মাহবুবুর রহমান , সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাইফুল ইসলাম বাবলু , সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন , রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আঃ রাজ্জাক শেখ , প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহীদ , খুলনা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, রূপসা অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ বেনজীর হোসেন, সাংবাদিক মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ, চন্দন ভট্টাচার্য, বিএম শহিদুল্লাহ, চিত্তরঞ্জন সেন প্রমূখ ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button