ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ডোবার পানি থেকে শাকিল (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার রাধানগড় ইউনিয়নের শোকের পুল এলাকায় আটোয়ারী-বোদা আঞ্চলিক সড়কের পাশে সেতু সংলগ্ন একটি ডোবার পানি থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত যুবক শাকিলের বাড়ি ইউনিয়নের বড়দাপ এলাকার আজিজুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত বুধবার রাতে উপজেলার রাধানগড় ইউনিয়নের শোকের পুল এলাকায় একটি সেতুর গার্ডারের ওপর বসে ছিলেন শাকিল। পরে হঠাৎ সে ডোবার পানিতে পড়ে গেলে স্থানীয় একজন চিৎকার শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পুলিশ ও আটোয়ারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ডুবন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। পরে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই যুবকের লাশ নেওয়া হলে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। আটোয়ারী থানার ওসি (তদন্ত) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন বা হত্যা করে মেরে ফেলার কোন আলামত পাওয়া যায়নি। ওই যুবকের মৃত্যু কিভাবে হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন এলে বলা যাবে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।



