দেশের মানুষকে ভালো রাখা শান্তিতে রাখা নিরাপদে রাখাই শেখ হাসিনার লক্ষ্য : এস এম কামাল
স্টাফ রিপোর্টার ঃ বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়। ৫ জুলাই শুক্রবার বিকাল ৪টা ও ৪টা ৩০ মিনিটে পৃথক দুটি ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন। এসময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন দেশের মানুষকে ভালো রাখা শান্তিতে রাখা নিরাপদে রাখাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। তিনি আরও বলেন দেশী-বিদেশী ষড়যন্ত্রকে উপেক্ষা করে দেশকে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ আর স্বপ্ন নয় বাস্তব এখন তিনি এই দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ শহিদুল ইসলাম, কেসিসি’র ৯নং ওয়ার্ড কাউন্সিলর মাহফুজুর রহমান লিটন, দিঘলিয়া উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম, খুলনা সদর থানা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দর আলী, বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন। নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মোতাসিম বিল¬াহ আরাফাত, প্রধান শিক্ষক মোছাঃ মুর্সিদা সুলতানা।