সাতক্ষীরায় কোটি টাকার সোনাসহ পাচারকারী গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পাচারের সময় সাতক্ষীরার সদর উপজেলার ভোমরা সীমান্ত এলাকা থেকে এক কেজি ওজনের সোনার বারসহ মাসুদ রানা (২৬) নামে পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবির সদস্যরা।
রোববার (৭ জুলাই) দুপুরে সাতক্ষীরা ৩৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকা থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় শহিদুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, সোনা পাচার করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকায় অবস্থায় নেয়। সকালে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকা মাসুদ রানাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে স্বর্ণের বার পাওয়া যায়।
লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, উদ্ধার হওয়া একটি সোনার বারের ওজন ১ কেজি ৬৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম। এর দাম প্রায় ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার ৭১৩ টাকা। সোনার বারটি সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে ৩ জুলাই ভারতে পাচারের সময় সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে সাতটি স্বর্ণের বার উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সকাল ৯টার দিকে সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ স্বর্ণের বারের ওজন ৮১৮ গ্রাম। যার বাজার মূল্য ৮২ লাখ ৪৫ হাজার ১০০ টাকা।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, ভারতে পাচারের জন্য একজন পাচারকারি বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে বৈকারী সীমান্তের দিকে যাচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিজিবি ক্যাম্পের নায়ের সুবেদার শামীম আলমের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ৭ ও সাব পিলার ১৫ থেকে ২ কিলোমিটার ভিতরে রাস্তার পাশে অবস্থান নেয়। এ সময় সীমান্তগামী মোটরসাইকেল চালককে থামতে বললে গাড়ি ফেলে পালিয়ে যায়। এ সময় গাড়িতে রাখা ব্যাগে পলিথিনে মোড়ানো সাত পিস স্বর্ণে বার পাওয়া যায়। তিনি জানান, উদ্ধার হওয়া স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।