স্থানীয় সংবাদ

খুলনায় আলোচিত হিসাব রক্ষক গোলাম কিবরিয়া কারাগারে

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিভিল সার্জন অফিস ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক হিসাব রক্ষক গোলাম কিবরিয়ার জামিন আবেদন না-মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুদকের মামলায় গ্রেপ্তারের পর আদালতে জামিনের আবেদন করলে মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফ হোসেন হায়দার জামিন না-মঞ্জুর করেন। মামলা নং-১/২১। আদালতে দুদকের রাষ্ট্রপক্ষের আইনজীবী আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন। প্রায় এক কোটি নয় লাখ ৮৯ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালে তার বিরুদ্ধে দুর্নীতি দমন অপরাধ ও মানি লন্ডারিং আইনে মামলা করে দুদক। মামলার বাদী দুদক খুলনার উপসহকারী পরিচালক ফয়সাল কাদের। মামলায় ওই বছরের ১৯ অক্টোবর গোলাম কিবরিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। প্রায় আড়াই বছর পলাতক থাকার পর গত ২১ জুন পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে ২৯ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় দুদকের সহকারি পরিচালক মোহাঃ আল আমিন। আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, চাকরিকালীন গোলাম কিবরিয়া বিপুল পরিমান সরকারি অর্থ আত্মসাৎ করে অঢেল সম্পদ গড়ে তোলেন। বিভিন্ন স্থানে তার সম্পদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button