স্থানীয় সংবাদ

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলা : ফিসনার ওয়াটার এন্ড ট্রান্সপোর্টেশনের সঙ্গে কেসিসি’র প্রথম সভা

খবর বিজ্ঞপ্তি ঃ ‘জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় খুলনা শহরের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান ফিসনার ওয়াটার এন্ড ট্রান্সপোর্টেশনের কর্মকর্তাদের সাথে কেসিসি কর্মকর্তাদের প্রথম সভা আজ বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে গৃহীত কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনাকালে সিটি মেয়র এতদাঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির প্রভাব তুলে ধরে বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণের বিষয়ে সর্বাধিক গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এছাড়া পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে প্রকল্পের টেকসই নিশ্চিতকল্পে সকল ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাদুস করিম, আর্কিটেক্ট রেজবিনা খানম, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: কামরুল ইসলাম সরদার, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী এস এম রিফাত বিন রফিক, পরামর্শক সংস্থার কান্ট্রি ম্যানেজার অনুপম কুমার, জিআইএস অফিসার ফেরদাউস হোসেন, সেফগার্ড অফিসার মো: নাহিদুর রহমান এশা প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত কর্মপরিকল্পনা তুলে ধরেন পরামর্শক সংস্থার পরিচালক ক্রিশ্চিয়ান কুপম্যান।
উল্লেখ্য, জার্মান ভিত্তিক দাতা সংস্থা কেএফডব্লিউ এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এ প্রকল্পের আওতায় কেডিএ বাইপাস রোড, দৌলতপুর থেকে শহর রক্ষা বাঁধ নির্মাণ, আলুতলা ও লবনচরায় স্লইচগেট নির্মাণসহ পাম্প হাউজ স্থাপন, নগরীতে বিদ্যমান ২৩টি পুকুর সংস্কার ও পাড় বাধাই, নিরালা ও বাস্তুহারা খালের পাড় বাঁধাই, রূপসা রিভার ভিউপার্ক নির্মাণ ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪’শ ৯১ কোটি টাকা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button