জাতীয় সংবাদ

আজ বঙ্গভবন অভিমুখে পদযাত্রা করবেন কোটা আন্দোলনকারীরা

প্রবাহ রিপোর্ট : সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা যৌক্তিক সংস্কারের জন্য সংসদের জরুরি অধিবেশন ডেকে আইন পাসের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন কোটা আন্দোলনকারীরা। এজন্য আজ রোববার বেলা ১১টায় বঙ্গভবন অভিমুখে পদযাত্রা করবেন শিক্ষার্থীরা। এ ছাড়াও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রা নিয়ে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আমরা দেখছি রাজনৈতিক ও পুলিশ ব্যবহার করে যৌক্তিক আন্দোলনকে দমনের চেষ্টা করা হচ্ছে। আমাদের চলমান ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিকে জনভোগান্তির কারণ হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই, যদি প্রসবযন্ত্রণা সহ্য করতে না পারেন, তাহলে পৃথিবী একটি সন্তান বিবর্জিত একটি পৃথিবী হতো। সুতরাং সুন্দর পৃথিবীর জন্য সাময়িক প্রসব যন্ত্রণা সহ্য করতে হবে। এদিকে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা তুলে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button