যশোরে ভুয়া ডিবি পুলিশ দেশীয় অস্ত্র হ্যান্ডকাপসহ আটক
যশোর ব্যুরো ঃ যশোরে ডিবি পুলিশ পরিচয়দানকারি ভুয়া এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার ১৩ জুলাই যশোর ডিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এরআগে, শুক্রবার গভীর রাতে তাকে আটক করা হয়। আটক দুর্জয় বাবু ঘোষ (২২) যশোর শহরের বড় বাজার হাজী মোহাম্মদ মহাসীন রোড এলাকার মৃত চিত্ত রঞ্জন ঘোষের ছেলে ও বর্তমানে সে বেজপাড়া শ্রীধর পুকুরপাড় তরুন কুমার দের ভাড়াটিয়া। এ ঘটনায় ডিবি’র এসআই শাহিনুর রহমান বাদি হয়ে শুক্রবার রাতে কোতয়ালি থানায় আটক দূর্জয় বাবু ঘোষের বিরুদ্ধে কোতয়ালি থানায মামলা করেছে। ডিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, যশোর ডিবির এসআই শাহিন হোসেনের নেতৃত্বে একদল ফোর্স শুক্রবার ১২ জুলাই গভীর রাতে অভিযান চালিয়ে শহরের বেজপাড়া শ্রীধর পুকুরপাড় তরুন কুমারের চারতলা বাড়ির ২য় তলার ফ্লাটের উত্তর পশ্চিম পার্শ্বের কক্ষ থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি কালো রংয়ের ওয়াকিটকি সেট, ২টি চাইনিজ কুড়াল, ২টি ফালার মাথা, ১টি হাসুয়া, ১টি ছুরি, ১টি রিফ্লেটিং ভেস্ট, ৪ জোড়া হ্যান্ডকাফ, ৫টি রাবার বুলেট, ১টি শটগানের (লেডবল) কার্তুজ ও ১২টি শটগানের বিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়। আটক র্দুজয় পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করে দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে প্রভাব খাটিয়ে মানুষকে হয়রানিসহ নানা রকমের অনৈতিক সুবিধা ভোগ করে আসছিল।