নগরীতে গাঁজা ইয়াবাসহ ছয় মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, নগরীর শেখপাড়া মেইন রোড বাজারের মৃত: সুরুজ মিয়ার ছেলে আঃ করিম(৪৯), কেশব লাল রোডের বাসিন্দা সরদার নূরুল ইসলামের ছেলে মোঃ বিল্লাল সরদার শান্ত(২৫), শিরোমণি পূর্ব পাড়ার বাসিন্দা কামাল মোল্যার ছেলে বাধন মোল্ল্যা(১৯), শিরোমণি পূর্ব পাড়ার রেজাউল মোল্যার ছেলে আহাদ মোল্যা(২১), একই এলাকার জাহাঙ্গীর মোল্যার ছেলে মোল্যা মোবারক(২১), দেয়ারা পূর্ব পাড়ার মৃত: জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ আজমীর হোসেন(৩৮)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৩৮০ গ্রাম গাঁজা এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।